Barak UpdatesHappeningsBreaking News
ছোটবেলা থেকে দেখে এসেছি সেই প্রাণখোলা হাসি, লিখেছেন সুস্মিতা দেব
//সুস্মিতা দেব//
তরুণ গগৈ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমার কাছে ছিলেন অভিভাবকের মত। সেই ছোটবেলা থেকে দেখছিলাম, বাবা, তরুণ গগৈ ও বিজয়কৃষ্ণ সন্দিকৈ দিল্লিতে একসঙ্গে বসে রাজনৈতিক আলোচনা করতেন, রাজনীতির বাইরের গল্পও করতেন। তিনজন প্রায়ই একে অপরের বাড়িতে যেতেন। তরুণ গগৈ হামেশাই আমাদের বাড়ি আসতেন। গল্পের ফাঁকে ফাঁকে প্রাণখোলা হাসি হাসতেন। ওই হাসিতেই তিনি অসম তো বটেই, উত্তর-পূর্বের ‘টলেস্ট ফিগার’ হয়ে দাঁড়িয়েছিলেন। রাজনীতিবিদ অনেকে হন, তরুণ গগৈ ওই মাত্রা ছাড়িয়ে হয়ে উঠেছিলেন একজন ‘স্টেটসম্যান’। তিনি এমনই ছাপ গড়ে তুলেছিলেন যে, তাঁর কথা বলতে গিয়ে অসমের কথা উল্লেখ করতেই হয়, আর অসমের কথা বলতে গেলেই তাঁকে বাদ দেওয়া যায় না। জাতিধর্মবর্ণ নির্বিশেষে তিনি কাজ করে গিয়েছেন, আজকের দিনে এ খুব বড় কথা বলেই মনে হয়। বড় শান্তিপ্রিয় মানুষ ছিলেন। সবাইকে নিয়ে চলতে চাইতেন।
আজ আমার খুব মনে পড়ছে আমাদের শিলচরের বাড়িতে তাঁর রাত কাটানোর কথা। নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি। প্রশাসন তাঁর জন্য পুলিশ গেস্ট হাউস বরাদ্দ করে। আমি বললাম, ওখানে থাকার চেয়ে আমাদের বাড়িতে চলে আসুন। এককথায় রাজি হয়ে গেলেন। এত সাদামাটা চালচলন। হালকা খাওয়া-দাওয়া। তাঁকে নিয়ে আমাদের মোটেও ব্যতিব্যস্ত হতে হয়নি। বাবার শ্রাদ্ধেও দীর্ঘসময় বাড়িতে কাটিয়ে গিয়েছিলেন। একে একে সকলের খোঁজ নিয়েছেন।
We have lost a father figure & a stalwart toady. @tarun_gogoi ji was the most humble & accessible to all as a Chief Minister. He was inclusive as a leader & fearless. His contribution to build Assam is unmatched. My deepest condolences to his family @GauravGogoiAsm ji.
— Sushmita Dev (@sushmitadevinc) November 23, 2020
পুরসভার চেয়ারম্যান পদে আমার বিরুদ্ধে যখন অনাস্থা এল, আমার রাজনৈতিক জীবন বিপর্যয়ের মুখে, তখন তিনি সাহস জুগিয়েছেন। আমাকে বিধানসভার টিকিট দিয়েছেন। প্রথমবারের লোকসভার প্রার্থিত্ব নিয়ে নানা কথা শোনা গেলেও আমি বিশ্বাস করি, তরুণ গগৈ আমার নামই সুপারিশ করেছিলেন। সে জন্যই আমাকে টিকিট দেওয়া হয়েছিল। গত নির্বাচনে তো শুরু থেকেই তিনি আমায় সমর্থন করছিলেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেও জোরগলায় বলেছেন, সুস্মিতা ভাল প্রার্থী।
আজ তাঁর মৃত্যুসংবাদ পেতেই কত কথা, কত স্মৃতি যে মনে ভিড় করছে। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।