NE UpdatesHappeningsBreaking News
ছেলের পজিটিভ, তবু উপাচার্য বিশ্ববিদ্যালয়ে, ত্রিপুরায় মামলা করলেন অধ্যাপক
20 জুলাইঃ ছেলে করোনায় আক্রান্ত। এর পরও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এমকে সিংহ নিজের অফিসে বসে কাজ করলেন। ডেকে কথা বললেন অধ্যাপক, কর্মচারীদের। বিষয়টা জানাজানি হতেই আতঙ্কে সবাই। বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক শ্রীকান্ত জেনা উপাচার্যের বিরুদ্ধে থানায় গিয়েছেন। পুলিশ জানিয়েছে, কোভিড প্রটোকল অমান্য করার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেনা এফআইআরে জানান, ভারপ্রাপ্ত উপাচার্যের ছেলে দক্ষিণ ভারতে ছিলেন। গত সপ্তাহে আগরতলা এলে তাঁর কোভিড টেস্ট হয়। রিপোর্ট আসে, তিনি পজিটিভ। এই তথ্য গোপন রেখেই উপাচার্য অফিসে গিয়েছেন। অফিসার, কর্মচারী, শিক্ষক, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন। এমনকী কোনও মাস্ক পরেননি তিনি।