Barak UpdatesHappeningsBreaking News
ছাত্র খুন, কাছাড়ে মাদ্রাসা সিল, ধৃত তিন
ওয়েটুবরাক, ১৩ আগস্টঃ ধলাই থানাধীন ভাগাবাজার রাজঘাটে থাকা দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসায় ১০-১২ বছরের এক ছাত্রের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। হোস্টেলের ছাত্রগণ সহ বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রশাসনের তরফে মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় লাগানো হয়েছে রেস্ট্রিকটেড এরিয়া ফ্ল্যাক্স বোর্ড।
পুলিশ জানায়, নিহতের নাম রজিমুল হোসেন চৌধুরী। বাড়ি ধলাই থানারই ফ্রেঞ্চনগরে। সে মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। ওই ছাত্রাবাসে ছিল তার ভাই সহ আরও ১৯ ছাত্র। সবাইকে ধলাই থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথায়, এই মৃত্যুরহস্যের সন্ধানে তদন্ত চলছে। শনিবার রাতে রজিমুল সহ সবাই একসঙ্গে খেয়ে ঘুমিয়েছিল। অন্যদিনের মতোই রবিবার ভোরে নামাজের জন্য তাদের ডাকতে গিয়েছিলেন মাদ্রাসার মহদ্দিস। তাঁরই প্রথম নজরে পড়ে রজিমুলের মৃতদেহ। তিনিই পুলিশ সহ স্কুল কর্তৃপক্ষকে খবর দেন।
প্রশ্ন ওঠে, ছাত্রাবাসে ২০ শিশু-কিশোর থাকে৷ এর মধ্যে এক কক্ষে ছয়জন। খুব কাছাকাছি ছোট ছোট বিছানা একেকজনের৷ ওই কক্ষে গলা কেটে একজনকে তার বিছানায় খুন করা হলো, কেউ কিছু জানল না, বুঝল না? মৃত্যুর আগে নিশ্চিত ভাবেই চিৎকার করবে, ছটফট করবে, কিন্তু বাকি ছাত্ররা পাশাপাশি থেকেও কিছুই টের পেল না? নাকি তাকে বাইরে কোথাও খুন করে বিছানায় নিয়ে ফেলা হয়েছিল?