NE UpdatesHappeningsBreaking News
চিন সীমান্তে নিখোঁজ জওয়ানরা নদীতে তলিয়ে গিয়েছেন, অনুমান সেনাবাহিনীর
ওয়েটুবরাক, ১৩ জুন : অরুণাচল প্রদেশের চিন সীমান্তে নিখোঁজ সেনাবাহিনীর নায়েক হরেন্দ্র নেগি এবং ল্যান্স নায়েক প্রকাশ সিং রানা নদীতে পড়ে তলিয়ে গিয়েছেন৷ এমনটাই অনুমান করছে প্রতিরক্ষা মন্ত্রক৷ গত ২৮ মে থেকে নিখোঁজ এই দুই সেনা জওয়ান। তাঁদের সন্ধানে সেনাবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েও সফল হয়নি৷ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, বিমানের সাহায্যে তাঁরা তন্নতন্ন করে খুঁজেছেন ৷ প্রশিক্ষিত কুকুরকেও কাজে লাগানো হয়েছিল৷ এর পরই সেনাবাহিনী তাঁদের নিখোঁজ হওয়ার ঘটনায় বিভাগীয় তদন্ত ঘোষণা করেছে৷
অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্তের হালা অঞ্চলে কর্তব্যরত ছিলেন হরেন্দ্র এবং প্রকাশ। গত ২৮ মে সেখানকার খরস্রোতা নদীর তীর ধরে পাহারা দিচ্ছিলেন তাঁরা৷ সে দিন থেকেই তাঁরা সন্ধানহীন৷ এ দিকে, প্রকাশের স্ত্রী জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর কাছ থেকে দুটি ফোন পেয়েছেন। প্রথম কল আসে ২৯ মে। সেদিন তাঁকে জানানো হয়েছিল, ২৮ মে থেকে তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ফোনটি হয় ৯ জুন তারিখে৷ তখনই তাঁকে জানানো হয়, হরেন্দ্র এবং প্রকাশ নদীতে পড়ে গেছেন বলেই সেনাবাহিনীর সন্দেহ৷