Barak UpdatesHappeningsBreaking News

চিকিৎসায় দুর্ভোগ, পথে নামলেন শিলচরের জনতা, রাঙ্গিরখাড়িতে বিক্ষোভ

ফাইভ স্টার! রাজদীপ রায়কে ঠুকলেন সজল বণিক

১৮ আগস্ট: বিনা চিকিৎসায় রাঙ্গিরখাড়ির বাসিন্দা আশুতোষ ভট্টাচার্যের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলৈ শিবকলোনি, রাঙ্গিরখাড়ির জনতা ভাষাশহিদ বেদীর পাদদেশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন। আইনজীবী সৌমেন চৌধুরীর আহ্বানে পুরসভার ২০ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার সজল বণিক, প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত, ট্রেড ইউনিয়ন নেতা তরুণ নন্দী, সমাজকর্মী কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, কৃশাণু ভট্টাচার্য, সৌম্যদীপ রায়চৌধুরী প্রমুখ এই প্রতিবাদী সভাকে সার্থক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন৷

সভায় বক্তারা বলেন, শিলচরের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে । রাঙ্গিরখাড়ির বাসিন্দা আশুতোষ ভট্টাচার্য ১৫ আগস্ট সকালে অসুস্থতা বোধ করলে তাঁর স্ত্রী তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বারবার ১০৮ নম্বরে ফোন করেন৷ প্রায় চার ঘন্টা পর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় । সেখান থেকে আশুতোষ ভট্টাচার্যকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কোভিড আক্রান্ত কিনা,  তা জানতে দীর্ঘ সময় কাটিয়ে দেয়। মূমুর্ষ রোগী আশুতোষ ভট্টাচার্য শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন । বক্তারা এও বলেন, শুধু তিনি নন, কয়েকদিন আগে তীব্র পেটের ব্যথায় কাতর একটি ১০ বছরের মেয়েকে তার বাবা-মা শিলচর সিভিল হাসপাতালে পৌঁছালে তাঁকে কোভিড পরীক্ষা না করে চিকিৎসা করতে অস্বীকার করেন ডাক্তাররা । শেষে মেডিক্যাল কলেজে যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ের মুখে মেয়েটি মারা যায় ।

একইভাবে আইরংমারার একটি পুরনো বছরের ছেলের বিনা চিকিৎসায় দু’দিন আগে মৃত্যু হয়। এইভাবে প্রতিদিন কাছাড় জেলার মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে, অথচ জনপ্রতিনিধিরা ‘প্রতারণা’ করে চলেছেন ।  সভায় উপস্থিত জনতার পক্ষ থেকে শিলচরের সাংসদ রাজদীপ রায়-এর কোভিড রোগীদের ফাইভ স্টার হোটেলের খাবার-দাবার দেওয়া সম্ভব নয় বলে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় । প্রাক্তন পুরসদস্য সজল বণিক বলেন,  মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য মানুষ বাধ্য হয়ে যায়, ফাইভ স্টার হোটেলের খাবার খেতে নয়। সেখানে সময়মতো খাদ্য না পৌঁছানোর জন্যই অনেকে সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। সজলবাবুর কথায়, সাংসদের উচিত ছিল, বিষয়টি তদন্ত করে জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট হওয়া৷ কিন্তু তিনি তা না করে উল্টো জনগণকেই দোষারোপ করলেন!

অন্য বক্তারাও বলেন, পাঁচ বছর তাঁদের সরকার শিলচর মেডিক্যাল কলেজের সমস্যা সমাধানের চেষ্টা করেনি৷ ফলে আজ সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক প্রতিটি ক্ষেত্রে প্রচুর শূন্যপদ রয়েছে । আর সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মীদের নিয়ে কোভিডের মতো জটিল রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না৷ অথচ তিনি ও তাঁর সরকার সে ব্যাপারে কোনও সদর্থক ভূমিকা পালন না করে কোভিড রোগীদের অস্বচ্ছ বলে অভিযোগ করছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker