Barak UpdatesHappeningsBreaking News

চা শ্রমিকদের পণ্যবাহী লরিতে করে আনা-নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ৩১ মে : চা শ্রমিকদের পণ্যবাহী লরিতে করে আনা-নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন৷ চিঠি ইস্যু করে অতিরিক্ত জেলাশাসক জেলার প্রতিটি বাগানের ম্যানেজারকে পথ দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য এই নির্দেশ মেনে চলতে বলে দিয়েছেন৷ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকে এই ব্যাপারে বাগান ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বলেছেন৷

Rananuj

নারী-পুরুষ নির্বিশেষে চা শ্রমিকদের লরির উপরে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয় মূল বাগান থেকে ফাঁড়িতে, কখনও এক সেকশন থেকে আর এক সেকশনে৷ এমন ভাবে তাদের তোলা হয় যে, সামান্য নড়াচড়ার জায়গা থাকে না৷ লরিতে তাঁদের কিছু ধরে দাঁড়ানোরও সুযোগ নেই৷ ফলে রাস্তার বাঁকে নারী-পুরুষ একে অন্যের গায়ে হেলে পড়েন৷ এর ওপর অতিরিক্ত শ্রমিক বোঝাইর দরুন প্রায়ই চা বাগানে লরি দুর্ঘটনার ঘটনা ঘটে৷ তাতে প্রচুর শ্রমিক জখম হন৷ আর্থিক সঙ্কটে দিন কাটানো শ্রমিক পরিবারগুলিকে তখন বাধ্য হয়ে কাজকর্ম বন্ধ করে হাসপাতালে ছুটতে হয়৷

এই ভাবে পণ্যবাহী লরিতে শ্রমিক আনা-নেওয়ার প্রতিবাদ করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন৷ এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইউনিয়নের এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসক রোহণকুমার ঝার সঙ্গে মিলিত হন৷ স্মারকলিপি দিয়ে একে চূড়ান্ত অমানবিক কাজ বলে উল্লেখ করে এর ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছিলেন৷ তাঁরা কথা বলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সুরমা ভ্যালি শাখার সচিব আদিত্য চক্রবর্তীর সঙ্গে৷ চিঠি পাঠিয়েছেন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকেও৷

বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা সাম্প্রতিক দুই দুর্ঘটনার উল্লেখ করে জানান, সোমবার পিকআপ ভ্যানে বড়থল ও থাইলু চা বাগানের শ্রমিকদের কুম্ভা নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ৩৭জন জখম হন৷ এর আগে একই ধরনের ঘটনা ঘটে কৈয়া চা বাগানে৷ ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন৷ একজন আইসিইউতে৷ রাজদীপের প্রশ্ন, চা বাগানের শ্রমিকরা কি মানুষ নন? তাঁদের খাঁচাবন্দি মুরগির মতো কেন নিয়ে যাওয়া হবে? চা যুব কল্যাণ সমিতিও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে৷ তারা চা শ্রমিকদের আনা-নেওয়ার জন্য যাত্রীবাহী বাসের দাবি জানান৷

এর পরই জেলা প্রশাসনের এই নতুন নির্দেশ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker