India & World UpdatesHappeningsBreaking News

আওয়ামি লিগের জমায়েতে ইউনুস সরকারের নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ১০ নভেম্বর: আজ রবিবার ঢাকার জিরো পয়েন্টে যে জমায়েতের ডাক দিয়েছে আওয়ামি লিগ, তা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিবৃতি দিয়ে তিনি বলেন, “আওয়ামি লিগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনও সুযোগ নেই। কেউ কোনও হিংসা বা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকার তা মেনে নেবে না।”

Rananuj

এই বিবৃতির পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এভাবে কি রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া যায়? যেখানে শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক অধিকার খর্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এবার সেই পথেই তো হাঁটছে ইউনুস সরকার।

শুক্রবারই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসিনার কথা হয়। এই কথোপকথনের  খবর জানাজানি হতেই মাঝরাতে তড়িঘড়ি মধ্যরাতেই ইউনুসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এর পরই দেশে আওয়ামি লিগের সভা-সমাবেশ নিয়ে এই কড়া পদক্ষেপের কথা জানান ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। ট্রাম্প-হাসিনার ফোনে কথা বলার বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়েও আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন হয়ত হাসিনা সরকারকেই ‘বৈধ’ বলে স্বীকৃতি দিতে পারে। সেক্ষেত্রে কী করণীয়, তা নিয়ে রাতেই জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker