India & World UpdatesHappeningsBreaking News
চাকরি কেলেঙ্কারি : মিসার বাড়িতে সিবিআই হানা, লালুকে জিজ্ঞাসাবাদ
ওয়েটুবরাক, ৮ মার্চ : রাবড়ি দেবীর পর এবার সিবিআইর মুখোমুখি লালুপ্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় দোলের দিন সকালে লালু কন্যা মিসা ভারতীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় লালু পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷
মাত্র কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দেশে ফিরেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরজেডি সাংসদ মিসা ভারতীর বাড়িতেই আপাতত রয়েছেন লালু। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলছে। আর সেখানেই সিবিআইর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল তাঁকে৷
জমির বিনিময়ে চাকরি সংক্রান্ত মামলায় ৫ মার্চ লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। এর কয়েক ঘণ্টা কাটতে না কাটতে মঙ্গলবার লালু কন্যা মিসা ভারতীর দিল্লির পান্ডারা রোডের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
রেলমন্ত্রী থাকাকালে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে জমির বিনিময়ে বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগের অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রাক্তন রেলমন্ত্রী ছাড়াও লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং দুই কন্যা মিসা ও হেমার বিরুদ্ধেও অভিযোগের আঙুল ওঠে। ঘটনার তদন্তে নেমে ২০২২ সালের মে মাসে পাটনা, দিল্লি সহ দেশের একাধিক স্থানে অভিযান চালায় সিবিআগ। অভিযান চালানো হয় একাধিক আরজেডি নেতার বাড়িতেও।