NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
চাকরির আবেদনে বিবেচিত হবে না এ বারের ফলাফল? ক্ষুব্ধ এআইডিএসও
ওয়েটুবরাক, ১ জুলাই: মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার বিকল্প মূল্যায়ন প্ৰক্ৰিয়া সম্পর্কে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, মূল্যায়নের ভিত্তিতে প্ৰাপ্ত ফলাফল পরবর্তী শ্রেণীর ভৰ্তির মাপকাঠি হিসেবে গণ্য হবে ঠিকই, কিন্তু চাকরির আবেদনের জন্য বিবেচিত হবে না৷ সরকারের এই সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে অল ইন্ডিয়া ডিএসও’র আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার নিজের ঘোষণা করা ফলাফলকে নিজেই নস্যাৎ করেছে। এই সিদ্ধান্ত ছাত্ৰ – ছাত্ৰীদের চূড়ান্ত বিভ্রান্ত করার পাশাপাশি প্রত্যেক ছাত্ৰ-ছাত্ৰীকে পুনর্বার পরীক্ষায় বসতে বাধ্য করবে। কারণ সরকারের পক্ষ থেকে অযোগ্য ঘোষিত মার্কশিট পরবর্তী যে কোনও উচ্চ পর্যায়ের চাকরির ক্ষেত্রে সেই ছাত্রের বর্তমান মূল্যায়নের ভিত্তিতে প্রাপ্ত মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার নম্বরের কোনও গুরুত্ব থাকবে না।
এছাড়াও পরবর্তী শ্ৰেণিতে পড়াশোনা করার সময়ে মেট্ৰিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য পুনরায় পড়াশোনা করতে হলে দুটো পরীক্ষার প্ৰস্তুতি ও ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনাকে নসাৎ করা যাবে না। এর জন্য দায়ী কে হবে? এই প্রশ্ন তুলে ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই প্ৰক্ৰিয়ায় মূল্যায়নের মাধ্যমে একজন ছাত্র যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল কলেজে ভৰ্তির যোগ্যতা লাভ করতে পারে তাহলে কোন যুক্তিতে অন্য একজন টেট শিক্ষক বা তৃতীয় ও চতুৰ্থ শ্ৰেণির চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না?
অল ইণ্ডিয়া ডিএসও’র আসাম রাজ্য কমিটি এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ জানানোর পাশাপাশি সরকারকে সিদ্ধান্ত বাতিল করতে দাবি জানায়৷