NE UpdatesHappeningsBreaking News

চাকমা পরিষদে বিজেপিকেও ভাঙিয়ে নিল এমএনএফ, ফের চেয়ারম্যান রসিকমোহন

ওয়েটুবরাক, ২৩ মে : দল ভাঙানোর জন্য বিজেপির কৌশল নানা সময় নানা রাজ্যে দেখা গিয়েছে৷ রাজ্য বিধানসভা তো বটেই, স্বশাসিত পরিষদ গঠনেও এরা ভাঙাভাঙির খেলায় মেতে ওঠে৷ আসামের উত্তর কাছাড় পার্বত্য জেলা পরিষদ এর বড় উদাহরণ৷ কিন্তু মিজোরামে ঘটল এর উল্টোটা৷ ২০ আসনের চাকমা স্বশাসিত পরিষদে এমএনএফ ১০টি আসন জেতে৷ কংগ্রেস ও বিজেপি পায় পাঁচটি করে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও একটি আসন প্রয়োজন হয়ে পড়ে রাজ্যের শাসক দলটির৷ বিজেপির মতোই দল ভাঙানোর খেলায় নামে এমএনএফ৷ বিজেপি, কংগ্রেস উভয়ের ঘরে আঘাত করে তারা৷ তিনজন বিজেপি এবং দুইজন কংগ্রেস সদস্য নিজেদের দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে জোরাম থাঙার দলে নাম লিখিয়েছে৷ ফলে তাঁদের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১৫৷ এরপরই পরিষদীয় দল রসিকমোহন চাকমাকে দলনেতা পদে নির্বাচিত করে৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার তাঁকে চাকমা স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য পদে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করানো হবে৷ এ নিয়ে পঞ্চমবার তিনি ওইপদে দায়িত্বভার গ্রহণ করবেন৷

রসিকমোহন ১৯৯৩ সাল থেকে ছয়বার পরিষদে নির্বাচিত হয়েছেন৷ মুখ্য কার্যবাহী সদস্য পদে থাকা অবস্থাতেই ২০০৩ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন৷ পরে বিধানসভার সদস্য পদে ইস্তফা দিয়ে পুরনো পদই ধরে রাখেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker