NE UpdatesBarak Updates
চন্দ্রপুরে হঠাত রেলের সুড়ঙ্গে ধস, হত শ্রমিক
১৪ ফেব্রুয়ারি : গুয়াহাটির কাছে চন্দ্ৰপুরে রেলের নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ধস পড়ে জনৈক শ্ৰমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সাইফুল ইসলাম। এ ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে।
গুয়াহাটির কাছেই চন্দ্ৰপুরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ পাহাড় খোদাই করে একটি সুড়ঙ্গ তৈরি করছে। কিন্তু শনিবার বিকেলের দিকে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক পাহাড় খোদাইয়ে যখন ব্যস্ত, তখন আচমকা বহু এলাকা জুড়ে ধস নামে। ফলে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন শ্ৰমিক। ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয় মানুষের সহায়তায় রেল দফতরের লোকজন তত্পরতার সঙ্গে সুড়ঙ্গের ভেতরে আবদ্ধ পাঁচ শ্ৰমিককে উদ্ধার করেন। আহত শ্ৰমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাইফুল ইসলাম নামের একজন মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
এদিকে, রেল দফতরের উদ্ধারকারী দল এবং এনডিআরএফ উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হঠাত করে এই ধস পড়ায় কাল সন্ধ্যায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।