NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে এএসআই গ্রেফতার
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর৷ ঘটনা তামুলপুর দরঙ্গামেলা থানায়৷ আসাম পুলিশের স্পেশাল ডিজি জিপি সিংহ জানিয়েছেন, ধৃত এএসআইর নাম গোপাল দোলে৷ তিনি এক গাড়িমালিকের মামলায় উৎকোচ দাবি করেছিলেন৷ খবর পেয়ে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন শাখা ফাঁদ পাতে৷ ওই গাড়িমালিককে দিয়েই শনিবার কেমিক্যাল মিশ্রিত টাকা পাঠানো হয়৷ দোলে সেই টাকা গ্রহণ করতেই ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন শাখা হাতেনাতে ধরে ফেলে৷ টাকায় কেমিক্যাল মেশানো থাকায় দোলের হাত ধুইয়ে দেওয়ায় জল রঙীন হয়ে যায়৷ জিপি সিংহ বলেন, দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে৷