Barak UpdatesHappeningsBreaking News
ঘুষ চেয়ে বরখাস্ত আইএস অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
২৫ ডিসেম্বর ঃ এক চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ চেয়ে চাকরি থেকে বরখাস্ত হলেন হাইলাকান্দি স্কুল পরিদর্শক কার্যালয়ের এক কর্মী। অভিযোগ অনুযায়ী, হাইলাকান্দি স্কুল পরিদর্শক কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালিক মজুমদারএক প্রার্থীর কাছে ৩ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। এ মর্মে অভিযোগ পেয়ে জেলাশাসক রোহান কুমার ঝাঁ তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তের পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, কার্যালয়ের কর্মী আব্দুল মালিক অনুকম্পামূলক চাকরি পাইয়ে দিতে ওই প্রার্থীর কাছে ৩ লক্ষ টাকা চেয়েছিলেন। এমনকি অর্থের জন্য জেলা পর্যায়ে গঠিত কমিটির বৈঠকে ওই প্রার্থীর নাম পেশ করা হয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে এ নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জমা পড়ে। এরপরই জেলাশাসক এ নিয়ে তদন্তের নির্দেশ দেন। দু’পক্ষের জবানবন্দি গ্রহণ করা হয়। জানা গেছে, আব্দুল মালিক কেন ওই প্রার্থীর নাম কমিটির বৈঠকে পেশ করেননি, সে সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরই তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে জানা গেছে।