India & World UpdatesHappeningsBreaking News
ঘুমনোর ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সহকর্মীকে গুলি

ওয়েটুবরাক, ৪ মার্চ: ঘুমন্ত ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করায় গয়নার দোকানের সহকর্মীকে গুলি করল দোকানেরই নিরাপত্তা রক্ষী। ঘটনাটি ঘটেছে ইন্দোরের ভানওয়ারকুয়ান এলাকায়। অভিযুক্ত প্রমোদ পান্ডেকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ আনন্দ যাদব বলেন, শনিবার রাতে দোকানের বাইরে ডিউটিতে থাকাকালীন প্রমোদ পান্ডে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় দোকানের কর্মী সঞ্জয় জগতাপ তাঁর ছবি তোলেন। এরপরে সেই ছবিটি দোকানের কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেন তিনি।
ছবিটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন নিরাপত্তা রক্ষী প্রমোদ পান্ডে। এরপরেই সহকর্মী জগতাপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বাদানুবাদ চরমে পৌঁছলে প্রমোদ তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে সহকর্মীকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সঞ্জয় জগতাপ। তাঁর হাত এবং শরীরের অন্যান্য অংশে চোট লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় জগতাপকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদব বলেন, হত্যার চেষ্টার অভিযোগে প্রমোদকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।