Barak UpdatesHappeningsBreaking News
ঘর থেকে না বেরোতে কাছাড় জেলা প্রশাসনের ‘জরুরি বার্তা’
ওয়েটুবরাক, ১৮ মে : শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বহু আগেই বিপদসীমা (১৯.৮৩ মিটার) অতিক্রম করেছে। আজ ১৮মে বিকেল ৫টায় ছিল ২১.৪৬ মিটার।
বরাক নদী ও তার শাখা নদীগুলোর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে অনেক গ্রাম প্লাবিত হচ্ছে৷ কোনও কোনও জায়গায় বন্যার জল বাঁধের উপর দিয়ে বয়ে চলেছে। এই বিপজ্জনক অবস্থার প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
কোনও জরুরি সাহায্যের জন্য জনসাধারণ টোল ফ্রি নং ১০৭৭, বা ০৩৮৪২- ২৩৪০০৫ নম্বরে যোগাযোগ করতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে৷