India & World UpdatesBreaking News
গ্রামাঞ্চলের জন্য করোনার মোবাইল ল্যাব টেস্ট
১৯ জুন : দেশে করোনা সংক্রমণ কম করার জন্য সরকার নানা ধরনের উপায় হাতে নিচ্ছে। এ বার সরকার সংক্রমণে লাগাম টানতে গ্রামাঞ্চলেও করোনা টেস্টিংয়ের গতি বাড়াতে চাইছে। এজন্য মোবাইল ল্যাবের সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন করোনা টেস্টের জন্য দেশের প্রথম মোবাইল ল্যাব চালু করেছেন। এই মোবাইল ল্যাবকে গ্রামীণ এলাকায় কাজে লাগানো হবে। এটি প্রতিদিন ২৫টি আরটি-পিসিআর টেস্ট ও ৩০০টি এলিসা টেস্ট করতে পারবে।
ডাঃ হর্ষবর্ধন বলেছেন, ‘আমরা কোভিড-১৯ টেস্টিং-এর লড়াই ১ ফেব্রুয়ারি একটি ল্যাব দিয়ে শুরু করেছিলাম। এখন সারা দেশে আমাদের ৯৫৩টি ল্যাব রয়েছে। এই ৯৫৩টির মধ্যে প্রায় ৬৯৯টি সরকারি ল্যাব রয়েছে। দূর-দূরান্তের এলাকাগুলোতে টেস্টের সুবিধা সুনিশ্চিত করার জন্য এ ধরনের উদ্ভাবনী প্রক্রিয়া চালু করা হচ্ছে। ‘
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মোবাইল ল্যাবের ব্যবহার এমন জায়গায় করা হবে, যেখানে ল্যাবের সুবিধা নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে এর ব্যবহার করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই মোবাইল ল্যাব চালু হওয়ায় দেশে আরও বেশি সংখ্যায় করোনা টেস্ট করা সম্ভব হবে।