Barak UpdatesHappeningsBreaking News
গ্যামন সেতু থেকে বরাকে ঝাঁপ মহিলার, পরে উদ্ধার
১৯ আগস্ট : বদরপুরঘাটে গ্যামন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। তবে এসডিআরএফ বাহিনীর ততপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এই মহিলাকে বৃহস্পতিবার গ্যামন সেতু সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য দেখা গিয়েছে। এরপরই সেতুতে উঠে তিনি বরাকে ঝাঁপ দেন। মহিলাকে হঠাত নদীতে ঝাঁপ দিতে দেখে সেখানে থাকা এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন এসডিআরএফ বাহিনীকে। খবর পেয়ে বাহিনীর সদস্যরা তড়িঘড়ি সেখানে পৌঁছে মহিলাকে জল থেকে উদ্ধার করেন।
এ দিকে মহিলাকে উদ্ধারের পর প্রথমে পাঠিয়ে দেওয়া হয় শ্রীগৌরী হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজে। খবর পেয়ে মহিলার পরিবারের লোকেরাও সেখানে এসে জড়ো হন। জানা গেছে, এই মহিলা হাইলাকান্দি জেলার কাটখাল কালীনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছে মাটিজুরি পাইকানে।