Barak UpdatesHappenings
গৃহবধূর রহস্যজক মৃত্যু, শরতপল্লীতে চাঞ্চল্য
Tension mounts at Sarat Pally as a housewife dies in mysterious condition

১৩ আগস্টঃ গৃহবধূর মৃত্যু ঘিরে শিলচর শরতপল্লীতে চাঞ্চল্য দেখা দিয়েছে। বাপের বাড়ির লোকেদের অভিযোগ, রুমা শুক্লবৈদ্যকে তার স্বামী মেরে ফেলেছে। স্বামী দেবব্রত শুক্লবৈদ্য অভিযোগ অস্বীকার করে বলেন, রুমার জ্বর হয়েছিল। তাতেই মারা যায় সে।
মৃত্যুর ঘটনা ঘটে সোমবার রাত ১১টা নাগাদ। খবর পেয়ে মৃতার বাপের বাড়ির মানুষ ছুটে আসেন। তাদের অভিযোগ, রুমাকে নিত্য যন্ত্রণা দিত দেবব্রত। মারপিট লেগেই ছিল। স্বামীই তাকে মেরে ফেলেছে। তারা তদন্তের দাবি জানান। পেশায় গাড়িচালক দেবব্রত জানায়, মঙ্গলবারে জ্বর আসে রুমার। বুধবার নিজেই গিয়ে ওষুধ আনে। শুক্রবার জ্বরের মাত্রা বেড়ে গেলে পরদিন বাপের বাড়ি দিয়ে আসেন। কিছুদিন বিশ্রাম নিতে বলে আসেন। কিন্তু ডাক্তার দেখিয়েই রুমা চলে আসে। জ্বর নিয়ন্ত্রণ করা যায়নি। শেষ পর্যন্ত তিনটি বাচ্চাকে রেখে মারাই যায়। অভিযোগকারীদের বক্তব্য, মারপিটের ফলেই তার জ্বর আসে। পরে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। অসুস্থতার মধ্যে সোমবার আবার বেদম পেটানোর দরুন রুমা সইতে পারেনি। মৃত্যুর কোলেই ঢলে পড়ে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর গ্রেফতার করা হয় দেবব্রতকে।
English text here