NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি-ডিব্রুগড়ের মধ্যে ফ্লাইবিগের বিমান শুরু, শিলচরে পরিষেবা ১৫ মে
গুয়াহাটি, ১ মে : গুয়াহাটি ও ডিব্রুগড়ের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু করেছে ফ্লাইবিগ কোম্পানি। তবে আগামী ১৫ মে থেকে কোম্পানি গুয়াহাটি ও শিলচরের মধ্যে বিমান পরিষেবা শুরু করবে। স্টেট ভায়েবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্পের অধীনে এই দুটি বিমান চলবে। ফ্লাইবিগ কোম্পানি আসামে প্রথমবারের মতো এই বিমান পরিষেবা শুরু করেছে।
এ দিকে, সোমবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী বিমানটির ফ্ল্যাগ অফ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। অন্যদিকে, ডিব্রুগড় থেকে গুয়াহাটি অভিমুখী বিমানটির ফ্ল্যাগ অফ করেন অসম পর্যটন উন্নয়ন নিগমের অধ্যক্ষ ঋতুপর্ণ বরুয়া ও ডিব্রুগড়ের জেলাশাসক বিশ্বজিত পেগু। এই বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের উদ্দেশে ছাড়বে এবং বিকেল সাড়ে ৪টায় গুয়াহাটিতে ফিরে আসবে।