Barak UpdatesHappeningsBreaking News

গুয়াহাটিতে সংবর্ধিত ভাষাশহিদ স্টেশন, নেতাজি সংস্থা ও অংশুমান

রাজীব বললেন, এ পুরস্কার শিলচরবাসীর, দিলু উৎসর্গ করলেন পীযূষ দাসকে

২৭ আগস্টঃ করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা সত্ত্বেও আকস্মিক লকডাউনের সময় দুঃস্থদের পাশে দাঁড়ান তাঁরা৷ তাই বৃহস্পতিবার গুয়াহাটি প্রেস ক্লাবে সংবর্ধনা জানানো হয়েছে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি ও নেতাজি ছাত্রযুব সংস্থাকে৷  একইভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিত্য সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সম্মানিত হয়েছেন গতি দৈনিকের সাংবাদিক অংশুমান আচার্য৷

ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস দেশজুড়ে কোভিডযোদ্ধাদের বাছাই করে এ ভাবে সম্মান জানিয়ে চলেছে৷ আসামে এই দায়িত্ব পালন করে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব আসাম৷  সংস্থার সভাপতি, উত্তর-পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অতিথিবৃন্দ তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন৷

ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর বলেন, তাঁরা লকডাউনের সময় প্রতিদিন স্টেশন ও তার আশপাশে থাকা ভিখারিদের জন্য নিজেরা রান্না করেছেন, খাবার পরিবেশন করেছেন৷ তা নিরবিচ্ছিন্নভাবে করা সম্ভব হয়েছে শিলচরবাসীর সহযোগিতার জন্য৷ তাই  তিনি মনে করেন, এই পুরস্কার গোটা শিলচরবাসীর৷ অন্যদিকে, নেতাজি ছাত্রযুব সংস্থার সম্পাদক দিলু দাস, সহসম্পাদক বাপী আচার্য গুয়াহাটিতে গিয়ে পুরস্কার গ্রহণ করে বলেন, তাঁরা এই সম্মান তাঁদের উপদেষ্টা প্রয়াত পীযূষকান্তি দাসের উদ্দেশে উৎসর্গ করছেন৷ তাঁদের কথায়, পীযূষবাবুর পরামর্শ ও উৎসাহেই সংস্থা সমস্ত সেবামূলক কাজ করে চলছিল৷

অংশুমান আচার্য আয়োজকদের ধন্যবাদ জানান৷ বলেন, এই সম্মান তাঁর দায়িত্ব বাড়িয়ে দিল৷ আগামীদিনেও নৈতিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে চেষ্টার ত্রুটি রাখবেন না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker