Barak Updates
গুয়াহাটিতে গ্রেনেড বিস্ফোরণ, হত ১ !
১৫ মেঃ গুয়াহাটিতে গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি মারা গিয়েছেন। এমনটাই দাবি আলফা স্বাধীনের। পুলিশ অবশ্য মৃত্যুর কথা স্বীকার করেনি। তারা জানান, জখম হয়েছেন ১২জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাত সাড়ে সাতটায় জু রোডে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি এসইউভি থেকে গ্রেনেডটি ছোঁড়া হয়েছিল। পুলিশের সন্দেহ, জঙ্গিরা পুলিশ ও আধা সেনাকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। পালাতে পারবে না ভেবে পরে সেন্ট্রাল মলের সামনে গ্রেনেডটি ছুঁড়ে দেয়। শক্তি দেখাতেই এই কাণ্ড করেছে আলফা স্বাধীন, এমনটাই অনুমান পুলিশের। রাতে বিস্ফোরণের দায় স্বীকার করে আলফা স্বাধীন। সেনাধ্যক্ষ পরেশ বরুয়া দাবি করেন, সিআরপিএফকে নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাতে এক যুবক আশঙ্কাজনকভাবে জখম হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আরও সাতজন জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে ধরার নির্দেশ দেন। ডিজিপি কুলধর শইকিয়া বলেন, গোয়েন্দা সূত্রে পুলিশ আলফার পরিকল্পনা টের পেয়ে যায়। তাই টহল জোরদার করা হয়। শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, মায়ানমারে উতখাতের পর আলফার শক্তি একেবারে তলানিতে ঠেকেছে। তাই এথন নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছে।