NE UpdatesAnalyticsBreaking NewsFeature Story

গুয়াহাটি চিড়িয়াখানায় হাড়গিলা প্রজনন

৩ জানুয়ারি: গুয়াহাটি চিড়িয়াখানায়  জন্ম নিল একজোড়া হাড়গিলা শিশু। চিড়িয়াখানার ডিএফও তেজস মারিস্বামী জানিয়েছেন, এই প্রথম কোনও চিড়িয়াখানায় হাড়গিলা প্রজনন হল। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই কাজে জড়িত সবাইকে অভিনন্দন জানিয়েছেন। নাগাড়ে গাছ ধ্বংসের ফলে হাড়গিলারা  অবলুপ্তির পথে। হাড়গিলা সংরক্ষণে গ্রিন অস্কারজয়ী পূর্ণিমা দেবী বর্মণের উদ্যোগে কামরূপের দদরা ও আশপাশের তিনটি গ্রাম মিলিয়ে হাড়গিলা সেনা তৈরি হয়। তাঁরাই গত প্রায় এক দশক ধরে হাড়গিলা সংরক্ষণ, তাদের বাসা বাঁধার যোগ্য গাছ বাঁচানো, হাড়গিলা সংরক্ষণ নিয়ে পথ নাটিকা ইত্যাদি কর্মকাণ্ড চলছে।

পূর্ণিমাদেবী জানান, বিশ্বে ১২০০ হাড়গিলা রয়েছে৷ এর ৮০ শতাংশই অসমে থাকে। তাদের সিংহভাগই আবার কামরূপে। তাই হাড়গিলাদের সংরক্ষণে কৃত্রিম পরিবেশে প্রজনন দরকার ছিল। ২০১৭ সালে আরণ্যক ও গুয়াহাটি চিড়িয়াখানা এই প্রকল্পে হাত মেলায়। এত দিনে সাফল্য এল৷ বিপন্ন প্রজাতিভুক্ত হাড়গিলা সংরক্ষণে উল্লেখযোগ্য পদক্ষেপের সাক্ষী হল গুয়াহাটি চিড়িয়াখানা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker