Barak UpdatesHappeningsSportsBreaking News

গুপ্ত ট্রফিতে জিতল সেনাপতি, বুধবার মুখোমুখি নর্থইস্ট-রায়েংদাই

//দ্বিজেন্দ্রলাল দাস//

৫ নভেম্বর : রায়েংদাইয়ের হাত ধরে যাত্রা শুরু করেছিল মণিপুর। আজ জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখল মণিপুরের আর এক দল সেনাপতি এফসি। ২-১ গোলে তারা হারাল মিজোরামের আইজল এফসি-কে। জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে নিজেদের কিছুটা এগিয়ে রাখল সেনাপতি।
ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফির দ্বিতীয় দিন ছিল আজ। আসরের দ্বিতীয় ম্যাচে মণিপুরের সেনাপতি এফসি মুখোমুখি হয় মিজোরামের আইজল এফসি-র। সেনাপতি বনাম আইজল এফসি-র লড়াই দর্শকদের চোখে পরিণত হয় উত্তরপূর্ব ফুটবলের দুই পাওয়ার হাউস মণিপুর ও মিজোরামের লড়াই হিসেবে। দুটি রাজ্যের সমর্থকরাই আজ উপস্থিত ছিলেন দুটি পূথক ব্লকে। মণিপুর ও মিজোরাম দুটি ক্লাবের দৃষ্টিনন্দন ফুটবল দেখার জন্য উৎসাহের খামতি ছিল না একছটাকও।
খেলার প্রথম থেকে দুই দলের খেলোয়াড়রা ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার জন্য মরিয়া প্রয়াস চালাতে থাকেন। আক্রমণ, পাল্টা আক্রমণে এগোতে থাকে ম্যাচ। ম্যাচের পনেরো মিনিটে সেনাপতি এগিয়ে যায় থাওংলু জেমসের গোলে। এই অগ্রগতি খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেনাপতি। আইজল এফসি-র আরএইচ লানলুয়া ফল বরাবর করেন আঠারো মিনিটে। দুটি গোল হওয়ার পর খেলার গতি কমে যায়। দুই দলের খেলোয়াড়রা একটু ডিফেন্সিভ খেলতে থাকেন। ফলে প্রথমার্ধে খেলার ফলাফল থাকে ১-১।


বিরতির পর ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করেন সেনাপতির খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ করতে থাকেন তাঁরা। খেলার ৪৯ মিনিটে জটলা থেকে বল পান সেনাপতির মাজামো। তাঁর ব্যাকভলি থেকে বল পেয়ে হাল্কা টাচে বল জালে রাখার চেষ্টা করেন চিনাখো। প্রায় গোললাইন থেকে বল ফেরালেন আইজলের গোলকিপার গ্যাবিয়েল। একটি নিশ্চিত গোল হাতছাড়া হয় সেনাপতিরþ। আবার উল্টোদিকে ৬৬ মিনিটে আইজলের জোগিনমাওইয়ার ডিরেক্ট ফ্রি-কিক বাঁচালেন সেনাপতির গোলকিপার হিচি আব্রাহাম। আবার ৯০ মিনিটে ভানলালরিয়াতেঙ্গার ফ্রি-কিক গোলকিপারকে বিপাকে ফেলে দিয়েছিল। কর্নারের মাধ্যমে দলকে নিশ্চিত গোল হজম থেকে বাঁচালেন সেনাপতির গোলকিপার। সেনাপতি তাদের দ্বিতীয় গোল পায় ৭৬ মিনিটে। থাওংলু জেমসের দূরপাল্লার শটে এগিয়ে যায় সেনাপতি। এরপর গোলের জন্য মরিয়া প্রয়াস চালায় আইজল। একের পর এক খেলোয়াড় বদলিয়ে ম্যাচে গতি আনার চেষ্টা করা হয়। কিন্তু সমতায় ফিরতে পারেনি তারা। খেলা শেষ হয় ২-১ ফলে। আজ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন জেমস।


দর্শকদের মনোরঞ্জনের জন্য খেলার বিরতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আজ ধামাইল নৃত্য পরিবেশন করেন চন্দ্রকলা ডান্স অ্যাকাডেমির শিল্পীরা।
ক্রীড়া সূচি অনুযায়ী আগামীকাল নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে এফসি রায়েংদাইয়ের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker