Barak UpdatesHappeningsBreaking News
গীতিবাদ্য সংগীত বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী উদযাপন
ওয়েটুবরাক, ১১ মে : গত সোমবার মালুগ্রাম বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ‘গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়ের’ ছাত্র-ছাত্রী, অভিভাবক, এবং শিক্ষক-শিক্ষয়িত্রীদের যৌথ প্রয়াসে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। এতে সংগীত, নৃত্য, আবৃত্তি দিয়ে সাজানো ছিল গোটা অনুষ্ঠান। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান শুরু হয় ”হে নূতন দেখা দিক আর বার” ছাত্র-ছাত্রীদের পরিবেশিত এই সমবেত গানটির মধ্য দিয়ে।
এরপর ক্রমান্বয়ে একক সঙ্গীত পরিবেশন করেন অর্পিতা দেব, অঙ্কিতা দে, অনুরূপ আদিত্য, অর্ঘ্যদীপ দেবনাথ, ব্রততী ভট্টাচার্য, দিয়া দত্ত, কৃত্তিকা দেব, অপরূপা পাল, রচয়িতা দেব, তৃষিতা পাল, ঈপ্সিতা সরকার এবং সত্যব্রত সাহা। আবৃত্তি পরিবেশন করেন প্রিয়সী চন্দ ও অঙ্কিতা সরদার। নৃত্য পরিবেশন করেন বিদিতা দেব, অপূর্বা দেব, দীপাশিতা পাল, প্রজ্ঞা রক্ষিত, সুচেতা দাস, শ্রদ্ধা দেব ও তিলোত্তমা হালদার। সমবেত সঙ্গীতে ছিলেন ঐশ্বর্য শ্রীবাস্তব, অনুসূয়া দাস, অঙ্কিতা দেব, শ্রেয়া ঘোষ, বহ্নিশিখা চৌধুরী, প্রীতম কর, তাপসী পাল, তৃষ্ণা মন্ডল, ঋষিতা শুক্লবৈদ্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের ছাত্রী উর্মিলা মণ্ডলের মাউথ অর্গানে রবীন্দ্র সংগীতের সুর। তবলায় সহযোগিতা করেন বিদ্যালয়ের ছাত্র অনির্বাণ দে, বিক্রম রায়, সুপ্রতিক পাল, এবং দেবপ্রিয় দেব। গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের অধ্যক্ষ দেবর্ষি রায়চৌধুরী। তিনি বলেন, বাংলা ও বাঙালির সমাজ জীবন মনন ও মানসিকতায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। জড়িয়ে আছে রবীন্দ্র সাহিত্য।