India & World UpdatesAnalyticsBreaking News
গান্ধী পরিবারকে ঠুকে শীর্ষনেতৃত্বে পরিবর্তন চাইলেন কপিল সিব্বল
১৬ নভেম্বরঃ বিহার ভোটে খারাপ ফল নিয়ে ফের সরব হলেন কপিল সিব্বাল। আবারও দলে আগাপাশতলা সংস্কারের পক্ষে সওয়াল করার পাশাপাশি শীর্ষ নেতৃত্বে বদলের দাবি তুলেছেন বর্ষীয়ান আইনজীবী। দলীয় সংগঠনের পুনর্মূল্যায়ন, অভ্যন্তরীণ পর্যালোচনা, শীর্ষ নেতৃত্বের মনোভাব বদলের মতো একাধিক দাবি তুলে সরব সিব্বল। কাঠগড়ায় তুলেছেন নেতৃত্বের গা ছাড়া মনোভাবকেও। সিব্বলের নিশানায় মূলত গান্ধী পরিবার।
বিহার ভোটে আগের বারের ৮০টি আসন ধরে রাখতে না পারলেও ৭৫টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল আরজেডি। বামেরাও আগের বারের ৩টি থেকে আসন বাড়িয়ে পৌঁছে গিয়েছে ১৬-তে। কিন্তু সবচেয়ে খারাপ ফল কংগ্রেসের। আগের বারের ২৭ থেকে কমেছে ৮টি আসন। অনেকে মনে করছেন, কংগ্রেসের খারাপ ফলের জন্যই বিহারে ক্ষমতা দখলের জায়গায় পৌঁছতে পারেনি মহাজোট।
গত আগস্টে কপিল সিব্বল, শশী তারুর, গুলাম নবি আজাদের মতো নেতারা দলকে চিঠি লিখে এক গুচ্ছ প্রস্তাব দিয়েছিলেন। শীর্ষ নেতৃত্বে রদবদল, দলকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার মতো নানা পরামর্শ ছিল সেই চিঠিতে। সেই সময় আবার সিব্বলের সঙ্গে বিজেপির ‘সখ্য’ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনা আগেও উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান সাংসদ। তা হলে দলের মধ্যে থেকেও সমালোচনা কেন? সিব্বলের যুক্তি, ‘‘দলে কোনও আলোচনা নেই, আলোচনার চেষ্টা পর্যন্ত নেই। তা হলে আমার মতামত জানাব কোথায়? তাই বাধ্য হয়ে সর্বসমক্ষেই মুখ খুলতে হয়।’’ বিজেপি-যোগের সম্ভাবনা ফের উড়িয়ে দিয়ে সিব্বল বলেন, ‘‘আমি আদ্যোপান্ত কংগ্রেসম্যান এবং সেটাই থাকব। তবে আশা করব, কংগ্রেস তার ক্ষমতার বিকল্প উৎস সন্ধান করবে।’’