Barak UpdatesHappeningsBreaking News
গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর ৭ দিবসীয় কর্মশালা ১২ মার্চ থেকে
ওয়েটুবরাক, ৮ মার্চ : গণিত ও বিজ্ঞান বিষয়ের ভয় দূর করতে এবং স্কুল পড়ুয়াদের মধ্যে এই দুই বিষয়কে সহজতর ও মনোগ্ৰাহী করে তুলতে শিলচরের ডা: কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন প্রতি বছরের ন্যায় এবারও শুরু করতে যাচ্ছে বিনামূল্যে গণিত ও বিজ্ঞানের উপর ৭ দিনের কর্মশালা। এই কর্মশালা শুরু হবে আগামী ১২ই মার্চ৷
ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস এবং সুপ্রতিক রায় জানান যে, এই কর্মশালায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের শিলচর চার্চ রোডস্থিত ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলেন তাঁরা৷ সব্যসাচী-সুপ্রতিকের কথায়, এই ইনস্টিটিউট থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী আইআইটি, এনআইটি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকেল ইনস্টিটিউট, মেডিকেল এন্ট্রান্সের মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে ৷
সাংবাদিক সম্মেলনে ইনস্টিটিউটের উপদেষ্টা সুব্রত রায় সহ শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন৷