India & World UpdatesHappeningsBreaking News
খুব সতর্ক না হলে আট মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ!
ওয়েটুবরাক, ২০ মেঃ দ্রুত করোনার টিকা দিতে হবে সবাইকে। এ যেমন সরকারের দায়িত্ব, তেমনি সাধারণ মানুষের দায়িত্বও কম নয়। তাঁদের কোভিড সতর্কতা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নইলে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে দেশের সরকার ও নাগরিকদের সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানী এম বিদ্যাসাগর।
ইতালিয়ান গবেষকের এক গবেষণাপত্রের উল্লেখ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদের এই অধ্যাপক বলেন, করোনায় আক্রান্তদের অ্যান্টিবডি কমে যাচ্ছে। ফলে ছয় মাসের মধ্যে তাদের করোনা প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। তাদের আবারও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। তাই তাঁর বারংবার পরামর্শ, দ্রুত সবাইকে টিকার আওতায় আনতে হবে। কোনও মতেই করোনা-বিধি লঙ্ঘন চলবে না।
ইনস্টিটিউট অব জেনোমিকস অ্যান্ড ইনট্রোগেটিভ বায়োলজি-ও তাদের সাম্প্রতিক সমীক্ষায় জানতে পেরেছে, পাঁচ-ছয় মাসের মধ্যে করোনা আক্রান্তের অ্যান্টিবডি ক্ষমতা হারাচ্ছে। এতে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
গত বছরের সেপ্টেম্বরে করোনার প্রথম ঢেউ মারাত্মক চেহারা নিয়েছিল। অক্টোবর থেকে কমতে শুরু করেছিল। প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজর কে বিজয়রাঘবন বলেন, দ্বিতীয় ঢেউও ওই পথেই হাঁটছে। তবে তৃতীয় ঢেউ ঠেকাতে গেলে তিনিও বলেন, শুধু বিধি শুনিয়ে বসে থাকলে চলবে না। প্রশাসনকে ওই সব বিধি প্রয়োগের ওপর নজরদারি করতে হবে। পাশাপাশি বেশি পরিমাণে টেস্ট করে করোনায় আক্রান্তদের শনাক্ত করতে হবে।তাঁর কথায়, এ অত্যন্ত কঠিন কাজ ঠিক, তবে না পারার মত কঠিন নয়।