Barak UpdatesBreaking News

অবৈধ সার সিন্ডিকেটকে কেন্দ্র করে রক্তাক্ত কাটিগড়া, আহত ১
One injured in clash over illegal manure syndicate

৭ জুলাইঃ অবৈধ ব্যবসার যেন করিডোর হয়ে উঠেছে আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাটিগড়া এলাকা। কাটিগড়ার বুক চিরে যাওয়া ছয় নম্বর জাতীয় সড়ককে যেন সেফ জোন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর বদনামের পালক জুড়ছে কাটিগড়াবাসীর মাথায়। অবৈধ সার সিন্ডিকেটকে কেন্দ্র করে এবারে রক্তাক্ত হল কাটিগড়ার মাটি। ঘটনাটি সংঘটিত হয় রবিবার বিকেলে। ৬/৭ জন লোকের আক্রমনে কালাইনের মস্তাক আহমেদ তাপাদার (লদু) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ। এমর্মে কাটিগড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন মস্তাক।

তিনি এজাহারে উল্লেখ করেন কালাইন বরইতলির সাহিদ আহমদ, ওয়াহিদুর রহমান সহ আরো ৩/৪ জন যুবক তাকে দলবদ্ধভাবে আক্রমণ করেন। এছাড়া তার সঙ্গে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া নেন সাহিদরা। দিনদুয়েক আগে একটি অবৈধ সার বোঝাই লরি আটক করে কাটিগড়া পুলিশ। লরিটি পড়ার পর অবৈধ সার কারবার বন্ধ হয়ে পড়ে। অবৈধ সার সিন্ডিকেটের সঙ্গে সাহিদরা জড়িত রয়েছে বলে মস্তাকের অভিমত। অবৈধভাবে সার বোঝাই গাড়িটি ধরা পড়াতে তাকে দায়ী করে সাহিদরা আক্রমণ করেছে বলে দাবি মস্তাকের।

তিনি জানান পুলিশকে ম্যানেজ করেই ওই সব যুবকরা সার পাচার করে আসছিল। কাটিগড়া পুলিশের হাতে দিন দুয়েক আগে একটি লরি ধরা পড়ায় তাদের এই অবৈধ ব্যবসা শিঁকোয় উঠে। গুরুতর আহত মস্তাক আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল ও কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাটিগড়ার ওসি নয়নমণি সিনহা জানান মস্তাকের মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের জন্য মামলাটি কালাইন পুলিশ ফাঁড়িতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker