NE UpdatesHappeningsBreaking News
খিলঞ্জিয়া মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়ন করার নির্দেশ হিমন্তের
ওয়েটুবরাক, ৪ অক্টোবর : রাজ্যের পাঁচটি আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়ণ করবে আসাম সরকার। মঙ্গলবার এই ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। ওইসব সম্প্রদায়ের মুসলিমদের উন্নয়নের লক্ষেই বিজেরি সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। যে পাঁচ মুসলিম আদিবাসী সম্প্রদায়ের মূল্যায়ণ হবে সেগুলো হল- গোরিয়া, মোরিয়া, দেশি, সৈয়দ ও জোলহা
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পদক্ষেপ নিয়ে রাজ্য সচিবালয়ে ঊর্ধ্বতন আমলাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তারপর মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে এক্সবার্তায় জানানো হয়েছে যে, ‘জনতা ভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের আদিবাসী মুসলিম সম্প্রদায়ের (গোরিয়া, মোরিয়া, দেশি, সৈয়দ ও জোলহা) আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।’
ওই এক্স পোস্টে উল্লেখ করা হয়, মূল্যায়নের ফলে খিলঞ্জিয়া সংখ্যালঘুদের ব্যাপক সামাজিক-রাজনৈতিক ও শিক্ষাগত উন্নতির লক্ষ্যে ব্যবস্থা নেবে রাজ্য সরকার।