Barak UpdatesHappeningsBreaking News
খাসি, মিজোরা কি ভারতীয় নন, প্রশ্ন প্রদীপ দত্তরায়ের
২২ অক্টোবর: মেঘালয়ের খাসি এবং মিজোরামের মিজোরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করে। তারা নিজেদের ভারতীয় বলে মনে করে না। ভারতের সংবিধান এবং সংস্কৃতিকে মানতে চায় না। তারা মনে করে, তারা একটি স্বতন্ত্র দেশের নাগরিক । এই মন্তব্য করেছেন প্রাক্তন ছাত্রনেতা, আইনজীবী প্রদীপ দত্তরায়৷ তাঁর কথায়, তাদের কীর্তিকলাপে মনে হয়, তারা যেন একটি ভিন্ন জাতি। সম্প্রতি মেঘালয় এবং মিজোরামে যেভাবে বাঙালির উপর অত্যাচার শুরু হয়েছে সেটা অত্যন্ত লজ্জার, ঘৃণার । ব্রিটিশের আমল থেকে বাঙালিরা বসবাস করে আসছেে৷ সেই বাঙালিদের তারা তাড়িয়ে দিতে চাইছে৷ এমন পরিস্থিতির সৃষ্টি করছে যাতে বাঙালিরা বাধ্য হয়ে মেঘালয়, মিজোরাম ছেড়ে চলে যায়৷
প্রদীপবাবু মনে করিয়ে দেন, মেঘালয় নামটি যিনি দিয়েছিলেন তিনি একজন বাঙালি । তাদের এত নিম্নস্তরের চিন্তাধারা যে, ওরা পাহাড়ে রেললাইন নিতে চায় না বিদেশি ঢুকে যাবে বলে । অথচ কাশ্মীরের মত এলাকায় রেললাইন পৌঁছে গেছে ।
প্রদীপবাবু বাঙালি সহ অন্যান্যদের অনুরোধ করেন, তারা যেন মেঘালয় যাওয়া বন্ধ করে দেন৷ তখন তাদের অর্থনৈতিক অবস্থা কি ভয়ংকর হবে, তা টের পাবে ওরা৷ তাঁর কথায়, আসলে ব্যাপারটা অন্য জায়গায় । ওরা যে বাঙালিবিরোধী আচরণ করছে তার মূলে রয়েছে চিন । মিজোরামে বলছে, তারা মায়ানমার দিয়ে খাদ্য সরবরাহ করবে । বরাকের মানুষ যদি রাস্তা বন্ধ করে দেয় তাহলে মায়ানমার কি খাবার নিয়ে আসবে । এতেই বুঝা যায় মায়ানমার এবং চীনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে । আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি শিলংয়ের পোস্টারের উল্লেখ করে জানান, তাতে লেখা, মেঘালয়ে বসবাসকারী সমস্ত বাঙালি নাকি বাংলাদেশি। অথচ তারা ভুলে গেছে শিলং তখন অসমের রাজধানী ছিল তখন ৭৫ শতাংশ কর্মচারী বাঙালি ছিল ।