India & World UpdatesHappeningsBreaking News
খাদ্য সমস্যার মুখোমুখি উত্তর কোরিয়া, উদ্বেগে কিম
ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি : উত্তর কোরিয়া চরম খাদ্যসঙ্কটের মুখে পড়েছে। আর তা নিয়ে চিন্তায় ব্যাকুল সে দেশের একনায়ক কিম জং উন। সাধারণ মানুষকে খাবারের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা ‘গুরুতর রাজনৈতিক সমস্যা’ বলে উল্লেখ করেছেন খোদ কিম। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তাঁর সরকার নতুন নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করছে বলে জানিয়েছেন কিম।
নব্বইয়ের দশকে মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার পর থেকেই সমস্যার শুরু। এর পর থেকে একাধিক বার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সে দেশের খাদ্যসমস্যা আরও বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোভিড অতিমারির আবহেও অর্থনৈতিক চাপের মুখে পড়েছিল কিমের দেশ। সীমান্ত এলাকায় বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি এখনও বদলায়নি