NE UpdatesHappeningsBreaking News
কয়লায় জিএসটির জাল ইনভয়েস, গুয়াহাটিতে ধৃত দুই
ওয়েটুবরাক, ২২ জুলাই ঃ কয়লা ক্রয়-বিক্রয়ে ভুয়ো জিএসটি ইনভয়েস ব্যবহারের অভিযোগে গুয়াহাটিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন মেসার্স মারুতি ট্রেডার্সের কর্ণধার অমিত কুমার। দ্বিতীয়জন ওই প্রতিষ্ঠানের ট্যাক্স কনসালটেন্ট সৌরভ বাজোরিয়া। ভারত সরকারের জিএসটি-গোয়েন্দাদের গুয়াহাটিস্থিত জোনাল ইউনিট মারুতি ট্রেডার্সে তল্লাশি চালিয়ে ওই জালিয়াতি চক্রের সন্ধান পায়।তদন্তকারী দলটির অনুমান, মোট ৩৩৮ কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা এটি।
তবে এ দিন ধরা পড়ে, জিএসটির ভুয়ো চালানে ২৮.৯৭ কোটি টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) তুলে নিয়েছে গুয়াহাটির মেসার্স মারুতি ট্রেডারস। তারা দেখাচ্ছিল, গুজরাট, পাঞ্জাব, দিল্লি থেকে কয়লা কিনে এনে উত্তর-পূর্বাঞ্চলের সিমেন্ট কারখানা, কোক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেইসব সরবরাহ করা হয়। আসলে না তারা ওই টাকার কয়লা কিনেছে, না বিক্রি করেছে। সবটাই হয়েছে শুধু কাগজেপত্রে। আর এর সুবিধা বাবদ যে আইটিসি মেলে, সেটা নিজেদের ঘরে তুলেছে। লুধিয়ানা ও গান্ধীধামে তাদের আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে দেখিয়ে ওইসব প্রতিষ্ঠানের নামেও জাল কাগজপত্র তৈরি করা হয়েছে। ট্যাক্স কনসালটেন্ট মেসার্স বাজোরিয়া অ্যাসোসিয়েটসের কর্ণধার সৌরভ বাজোরিয়া সব জেনেবুঝেও তাদের সমস্ত হিসেব অডিট করে সার্টিফিকেট দিচ্ছিলেন। দুজনকেই পরে আদালতে তোলা হলে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।