India & World UpdatesHappeningsBreaking News
ক্ষুদ্র শিল্পে ঋণ, ইপিএফ-টিডিএসে কম টাকা কাটার ঘোষণা অর্থমন্ত্রীর
১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারত গড়তে যে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন, বুধবার প্রথম ধাপে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পের জন্য বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করলেন৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের জন্য মোট ৩ লক্ষ কোটি টাকার প্যাকেজ শোনালেন তিনি৷ এ ছাড়া, ইপিএফে ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ টাকা কাটা হবে৷ এর ফলে কর্মচারীরা হাতে বেশি টাকা পাবেন৷ এ অবশ্য শুধু বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য৷ সরকারি কর্মচারীদের কাছ থেকে ১২ শতাংশ হারেই কাটা হবে৷ টিডিএস কাটার ক্ষেত্রেও কিছুটা সুবিধা দিয়েছেন নির্মলা৷ তিনি জানান, আগে যে টিডিএস কাটা হতো বৃহস্পতিবার থেকে তা ২৫ শতাংশ কম কাটা হবে৷ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই হারই বলবৎ থাকবে৷
প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে সঙ্গে নিয়ে নির্মলা সীতারমন আরও জানান, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে৷ রিয়াল এস্টেটের যে সব প্রকল্প চলছে, সেগুলির মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়িয়ে দেওয়া হবে৷ রেল, রাস্তা বা অন্য কোনও ক্ষেত্রে যে সব ঠিকাদার সরকারি কাজ করছেন, তাদের কাজ শেষ করার জন্য আরও ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হবে৷
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যে ৩ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে তা হবে চার বছরের জন্য ঋণ ৷ প্রথম বছর ঋণ পরিশোধ করতে হবে না৷ এ ছাড়া, ওই ঋণের জন্য কোনও গ্যারান্টি ফি লাগবে না৷ ২০ হাজার কোটি টাকা ঋণ মিলবে দুর্বল ও ঋণগ্রস্ত সংস্থাগুলির৷ ৫০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে অপেক্ষাকৃত সক্ষম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য৷ ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি কাজে গ্লোবাল টেন্ডার নয়৷ এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও অংশগ্রহণ করতে পারবে৷