Barak UpdatesHappeningsBreaking News
ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের নতুন জামাকাপড় দিল লায়ন্স-লিও
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : সমাজসেবামূলক কাজের মাধ্যমে দুর্গা পূজা উৎযাপনের সিদ্ধান্ত নিয়েছেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং লিও ক্লাব অব শিলচর গ্রেটার। পঞ্চমীতে ক্যান্সার আক্রান্ত শিশুদের নতুন কাপড় বিতরণের মাধ্যমে শুরু হয় তাদের পুজোপ্রকল্প। আজ রবিবার কাছাড় ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টারের শিশু বিভাগে চিকিৎসাধীন ১৫ রোগীর হাতে নতুন কাপড় তুলে দেন ক্লাব সদস্যরা। এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি আনন্দ ঘোষ।
সভাপতি ঘোষ সহ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের দুই প্রাক্তন সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত ও অনুপ দত্ত, সহ-সভাপতি দেবরাজ ধর, সম্পাদিকা লাকি দাস, সার্ভিস চেয়ারপার্সন অভ্রদীপ দে ও কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং চেয়ারপার্সন শিবম দাস ৷ লিও ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শুভ চক্রবর্তী, সার্ভিস ডিরেক্টর সৌম্যজ্যোতি ভট্টাচার্য, মেম্বারশিপ ডিরেক্টর মধুমিতা নাথ। কাছাড় ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টারের মুখ্য প্রশাসনিক আধিকারিক কল্যাণ চক্রবর্তী আনন্দ ঘোষ সহ ক্লাবকর্তাদের সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন৷