Barak UpdatesCultureBreaking News
ক্যানসার সচেতনতায় ফিল্ম বানালেন সিংঘল পিতা-কন্যা
২৫ অক্টোবর: সাদাগুঁড়া৷ ক্যান্সার সচেতনতায় ফিল্ম নির্মাণ করলেন সিংঘল পিতা-কন্যা৷ মদন সিংঘল এর লেখক, নির্দেশক৷ কন্যা স্নেহা প্রযোজনা সহ যাবতীয় দেখভাল করেন৷ বৃহস্পতিবার শিলচর জৈন ভবনে স্নেহা টেলিফিল্মসের দ্বিতীয় প্রযোজনার আনুষ্ঠানিক শুভমুক্তি ঘটে৷ উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, জেলাশাসক লায়া মাদ্দুরি, কাছাড় ক্যানসার হাসপাতালের ডিরেক্টর রবি কান্নান, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুদীপজ্যোতি দাস, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া, ডিআরডিএ প্রজেক্ট ডিরেক্টর রসরাজ দাস, বিভিসিএলের সিইও মুকেশ আগরওয়াল ও সঙ্গীত নির্দেশক মনোরঞ্জন মালাকার৷ প্রবীণ সাংবাদিক তৈমুর রাজা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।
স্নেহা টেলিফিল্মস এর আগে পঞ্চকন্যা নামে হিন্দি ফিল্ম তৈরি করেছিল। সাদাগুঁড়া বাংলাভাষায় নির্মিত হলেও ফিল্মে ক্যানসার বিষয়ক পরামর্শ রয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দিতে৷ মোট ৬০ জনের টিমওয়ার্ক সাদাগুঁড়া৷ এর মধ্যে ৪৫ জনই অভিনয়ে অংশ নিয়েছেন৷ উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আশাবাদী, এই চলচ্চিত্র সিংঘল পিতা-কন্যার বার্তা যথার্থভাবে ছড়িয়ে দিতে সক্ষম হবে৷ জেলাশাসক এমন গুরুত্বপূর্ণ বিষয়কে বেছে নেওয়ার জন্য তাদের সাধুবাদ জানান৷ তিনি প্রশাসনের তরফে ৪৫ মিনিটের এই ফিল্ম চা বাগান ও গ্রামীণ এলাকায় প্রদর্শনে আগ্রহ প্রকাশ করেন৷
বৃহস্পতিবারের মদনবাবু স্বাগত বক্তব্য রাখেন। তন্দ্রা রায় পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত।