India & World UpdatesHappeningsBreaking News
কোভিশিল্ড এখনই একক ডোজে পরিবর্তিত হচ্ছে না, জানাল কেন্দ্র
১ জুন : কোভিশিল্ডকে একক শট শিডিউলে পরিবর্তন করা হবে না এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত ভ্যাকসিন মিশ্রণের কোনও প্রশ্নই আসে না। মঙ্গলবার কেন্দ্র সরকার এ কথা জানিয়ে দিয়েছে। সরকারের শীর্ষ করোনা ভাইরাস উপদেষ্টা ডাঃ ভি কে পল বলেন, কোভিশিল্ডের দুটি ডোজই থাকবে এবং সময়সূচির ব্যাপারেও কোনও পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, ভ্যাকসিন মিশ্রণের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত মিশ্রণের কোনও প্রশ্নই আসে না।
এর আগে নাম গোপন রাখার শর্তে এক শীর্ষ সরকারি কর্তা বলেছিলেন, সরকারের নতুন পরিকল্পনায় ভ্যাকসিন মিশ্রণের ওপর পরীক্ষা করা হচ্ছে এবং কোভিশিল্ডের একক ডোজের কার্যকারিতা বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ভ্যাকসিনের অভাবের জন্য এমনটা করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। ওই কর্তার আরও মন্তব্য, এক মাসের মধ্যে দুটি ভ্যাকসিনের মিশ্রণের পরীক্ষা শুরু হবে এবং ২ থেকে আড়াই মাসের মধ্যে এটি শেষ হবে। নিতি আয়োগের সদস্য এবং ভারতের কোভিড টাস্কফোর্সের প্রধান ভি কে পল বলেন, ভ্যাকসিনগুলির মিশ্রণ কার্যকর কি না তা খতিয়ে দেখার জন্য গভীর গবেষণার প্রয়োজন।
এর প্রেক্ষিতেই সরকার কেন্দ্র সরকার কোভিশিল্ডের একটি ডোজ দেওয়ার বিষয়ে এখনই কোনও চিন্তাভাবনা করছে না। বরং সরকার বলেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব জনগণকে কোভিড টিকা দেওয়া হবে। ওই সময়ের মধ্যে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ কেনার লক্ষমাত্রাও রাখা হয়েছে।