Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

শিলচরের তরুণী উত্তরপ্রদেশে পাচারকারীর কবল থেকে উদ্ধার
Girl from Silchar rescued from traffickers in Uttar Pradesh

রাজদীপ রায়ের ফোনে তৎপর মন্ত্রী মহেন্দ্র সিংহ

১৩ জুন: ফেসবুকের মাধ্যমে ‘ফ্রেন্ড’ বানানো৷ প্রেমের বাহানা৷ শেষে বিয়ের কথা বলে ডেকে নিয়ে পাচারকারীদের হাতে তুলে দেওয়া৷ এমনই এক পাচারকারীর খপ্পরে পড়েছিল শিলচরের পাল পদবীর এক তরুণী৷ শেষে সাংসদ রাজদীপ রায়ের আন্তরিক চেষ্টায় রেহাই পায়৷

কলকাতায় বেড়াতে গিয়ে ‘চাকরির সন্ধানে লখনউয়ে আছি’, বলে মাকে ফোনে জানানোর পর খটকা বাঁধে সবার৷ কিন্তু পরে আর ফোনে ধরা যাচ্ছিল না তাকে৷ লখনউ থাকার সূত্র ধরেই উত্তরপ্রদেশের মন্ত্রী মহেন্দ্র সিংহের কাছে ফোন করেন ডা. রায়৷ বিজেপি নেতা মহেন্দ্রবাবু গত বিধানসভা নির্বাচনের আগে অনেকদিন আসামে প্রচারকার্য চালান৷ শিলচরেও বহু সভা করেছেন৷ রাজদীপ রায়ের ফোন পেয়েই তৎপর হয়ে ওঠেন৷ পুলিশ ডেকে তরুণীকে খুঁজে বার করতে নির্দেশ দেন৷

রাজদীপবাবু জানান, মহেন্দ্র সিংহের দৌলতেই সদ্য ১৮ পেরনো তরুণীকে পাচারকারীর খপ্পর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ছেলের সঙ্গে দেখা হয়নি একবারও৷ কিন্তু প্রেমের টানে উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে পৌঁছে গিয়েছিল৷ নেপালে ঢুকে পড়ার আগেই অভিযানে ঝাঁপানোর জন্য তিনি মহেন্দ্রবাবুকে  সাধুবাদ জানান৷ ধন্যবাদ দেন উত্তরপ্রদেশ পুলিশকেও৷ এ বার অভিযুক্ত ২১ বছরের আইআর রহমানকে গ্রেফতারের জন্য পুলিশকে অনুরোধ জানান| রাজদীপবাবু বলেন, রহমান মূলত নেপালের বাসিন্দা৷ থাকে মালয়েশিয়ায়৷ তরুণীটি কলকাতায় বেড়াতে গেলে গত ৩১ মে সে তাকে ফুঁসলিয়ে লখনউ নিয়ে যায়৷ সেখানে পাচারকারী চক্রের এক মহিলার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়৷ তার সঙ্গেই তাকে নেপাল হয়ে মালয়েশিয়ায় চলে যেতে বলে৷

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানান, কলকাতা থেকে বেরিয়ে পড়ায় তরুণীর অভিভাবকরা সেখানকার বাগুইহাটি থানায় প্রথমে অপহরণ মামলা দায়ের করেছিলেন৷  তাদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে  শিলচর থানায় আরেকটি এফআইআর করেন৷ তখনই দ্রুত তদন্তে নেমে তাঁরা উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ যাবতীয় তথ্য পাঠান৷ দিনচারেক আগে উত্তরপ্রদেশ পুলিশ তাকে উদ্ধার করে কলকাতায় পাঠায়৷ এ পর্যন্ত অবশ্য কোনও গ্রেফতার নেই৷ জগদীশবাবু বলেন, অপহরণকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে৷

তরুণীর পরিবার থেকে সাংসদ রাজদীপ রায়কে কৃতজ্ঞতা জানানো হয়৷ রাজদীপবাবু বলেন, মূল কাজটা করেছেন মহেন্দ্র সিংহ এবং উত্তরপ্রদেশ ও কাছাড় পুলিশ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker