Barak UpdatesHappeningsBreaking News
কোভিড যুদ্ধে সামিল রোটারেক্ট ক্লাব
ওয়েটুবরাক, ১৪ মেঃ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিল শিলচর রোটারেক্ট ক্লাবও। কোথায় কে কীভাবে সহযোগিতা করতে পারেন, এর ছক কষে এই অঞ্চলের রোটারেক্টররা মাঠে নেমেছেন। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বরাক উপত্যকায় অক্সিজেনের প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে রাতুল দাস (8011098767, 9101413329), জাকারিয়া বড়ভুইয়া (7002257110, 8133807667,03842268087), দীপাঞ্জন ধর (9127315014), সঙ্গীতা নাথ (7086376551) ও সৌমিত্র দাস (9101207565)-এর সঙ্গে।
হসপিটাল বেডের জন্য অনির্বাণ দে (6900237392), কৃষ্ণ দাস (8638690920, 9401809238) ও রাজেশ কালোয়ার (9706301923)-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। খাদ্যের প্রয়োজনে রাজশ্রী ভট্টাচার্য (7264066086), সজীব রায় (9678675757, 9864415086), রাজিনা ইসলাম (9954531519) ড. সংহিতা নাথ (9706685667) এবং প্লাজমার প্রয়োজনে কথা বলতে পারেন অনিমেষ (7086166698), দিলোয়ার হোসেন (9101733924), অ্যাডভোকেট শর্মিলা চক্রবর্তী (9085705272) ও স্বরূপ ভৌমিক (8638753673)-এর সঙ্গে।