India & World UpdatesHappeningsBreaking News
কোভিড প্রটোকল মেনেই রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখোপাধ্যায়ের অন্ত্যেষ্টি
১ সেপ্টেম্বরঃ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তবে সামরিক সাঁজোয়া গাড়িতে নয়, কোভিড প্রোটোকল মেনে বিশেষ শববাহী গাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় লোদি রোড মহাশ্মশানে। চিকিৎসাধীন থাকাকালে প্রণববাবুর করোনা সংক্রমণ ধরা পড়ে। সেজন্য তাঁর শেষকৃত্য হয় কোভিডের সমস্ত প্রোটোকল মেনে। পিপিই কিট পরেই অন্তিম ক্রিয়াকর্ম করছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়
এর আগে দিল্লির রাজাজি মার্গে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-রাও প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান। প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া এবং নৌপ্রধান চিফ অ্যাডমিরাল করমবীর সিং। প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষ বিদায় জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-রা।