Barak UpdatesHappeningsCultureBreaking News
কোভিড পরিস্থিতির জন্য রূপমের একাঙ্ক নাটক প্রতিযোগিতা স্থগিত
ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি : আগামী ২৬ শে ফেব্রুয়ারি থেকে শিলচর বঙ্গভবনে রূপমের ৪১তম বার্ষিক নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য স্থগিত রাখা হয়েছে।
গত সোমবার রূপমের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এক জরুরি ভার্চুয়াল সভায় মিলিত হয়ে বর্তমান পরিস্থিতির সবদিক নিয়ে বিস্তারিত আলোচনার পর স্থির করেন, বর্তমানে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে এই সময়ে প্রতিযোগিতার আয়োজন সমীচীন হবে না । সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, এবার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে নাট্য দলগুলি অংশগ্রহণ করবে, তাই সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
এবারের প্রতিযোগিতার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। গত বছরও একই কারণে এই প্রতিযোগিতা করা সম্ভব হয়ে উঠেনি। তাই এবছর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই প্রতিযোগিতা করা হবে বলে নিখিল পাল জানিয়েছেন। তাই সব গুলি নাট্যদলকে তৈরি থাকার জন্য তিনি অনুরোধ করেছেন রূপমের সহ-সম্পাদক উত্তম সরকার৷