India & World UpdatesHappeningsBreaking News
কোভিডে একা হওয়াদের সুরক্ষার নির্দেশ দিল কেন্দ্র
ওয়েটুবরাক, ২১ মেঃ প্রিয়জন হারিয়ে একা হয়ে যাওয়া মহিলা, প্রবীণ নাগরিক, অনাথ শিশু-সহ সমাজের দুর্বল মানুষদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে এগিয়ে যেতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসতে অনুরোধ করেছে মন্ত্রক। অগ্রাধিকার দিতে বলা হয়েছে অনাথ শিশু, মহিলা, প্রবীণ নাগরিক, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও পুলিশ কর্মীদের নিরাপত্তায়।
শুধু তাই নয়, এই সময় নারী এবং শিশুদের উপর নির্যাতন যাতে না বৃদ্ধি পায়, সে জন্য পৃথক হেল্প ডেস্ক চালু করতে ১০৭ কোটি ৪৯ লক্ষ টাকা স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য আগেই বলেছেন, অনাথ শিশুদের পড়াশোনার ভার তাঁর সরকার নেবে। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হলে প্রতি মাসে সেই পরিবারকে আড়াই হাজার টাকা পেনশন দেওয়া হবে। যে সব পড়ুয়ার বাবা-মা কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তারাও ২৫ বছর বয়স পর্যন্ত মাসে আড়াই হাজার টাকা করে পেনশন পাবে। তাদের পড়াশোনার খরচ দেবে দিল্লি সরকার। কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ সরকারও অনাথ হয়ে যাওয়া শিশুদের সুরক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।