Barak UpdatesHappeningsBreaking News
কোভিডের ওষুধ ও টিকার উৎপাদন প্রযুক্তি সহজলভ্য করার দাবিতে অভিযানে নামছে স্বদেশী জাগরণ মঞ্চ
ওয়েটুবরাক, ১ জুন : বিশ্বের অধিকাংশ মানুষ আজ করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে ভুগছেন। আর এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে উপযুক্ত চিকিৎসার জন্য প্রয়োজন ওষুধ ও টিকার পেটেন্ট৷ এই সবই বৃহৎ কোম্পানিগুলো একচেটিয়া ভাবে নিজেদের কুক্ষিগত করে রেখেছে। তাই এগুলো এখনো জনসাধারণের কাছে সহজলভ্য হতে পারছে না। এধরনের টিকা ও ওষুধের মূল্য হ্রাস এবং জনগণের কাছে সহজলভ্য করে তুলতে স্বদেশী জাগরণ মঞ্চ একটি জন সচেতনতামূলক প্রচারাভিযান আরম্ভ করেছে। এর মাধ্যমে জাগরণ মঞ্চ কোভিডের সমস্ত ওষুধ ও টিকার উৎপাদনে বিশেষ অধিকার মুক্ত করে উৎপাদনক্ষম সমস্ত উৎপাদন কারী সংস্থার কাছে এ সব প্রযুক্তি সহজলভ্য করার দাবি জানায়। আমাদের দেশে তথা সমগ্র বিশ্বে কোভিডের ওষুধ ও টিকা যাতে জনগণের কাছে পুরোপুরি সহজলভ্য হয় সেটা ই চায় ইউনিভার্সেল এক্সেস টু ভ্যাকসিনস অ্যান্ড মেডিসিনস (ইউএভিএম) নামক এই কর্মসূচি।
উক্ত কর্মসূচির অন্তর্গত বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠান যেমন ওযেবিনার, সেমিনার, ধর্না কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং গণসাক্ষর অভিযানও শুরু হয়েছে।
ইজরায়েল, আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের ছয়টি দেশে করোনা নির্মূলের পথে। কারণ ওই দেশগুলো তাদের জনসংখ্যার প্রায় সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি সম্পূর্ণ করে ফেলেছে। তাই ভারত সহ সমগ্র বিশ্বের সমস্ত প্রাপ্তবয়স্ক জনসাধারণকে অতি দ্রুত টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে হবে।
ভারতে মোট জনসংখ্যার অন্তত সত্তর শতাংশকে টিকা দিতে হলে 200 কোটি ডোজের প্রয়োজন। এই চাহিদা মেটাতে এক বৃহৎ পরিমাণ ওষুধ উৎপাদন প্রয়োজন। এর সঙ্গে আন্তর্জাতিক স্তরের প্রযুক্তিরও দরকার। প্রযুক্তির এই হাতবদলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পেটেন্ট ও ব্যবসা সংক্রান্ত সমস্ত গোপন নথি সহ বুদ্ধিজীবী সম্পত্তি অধিকার সংক্রান্ত সমস্ত বাধা অতিক্রম করতে হবে।
স্বদেশী জাগরণ মঞ্চের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা সংযোজক শান্তনু সূত্রধর জানান, ভারত সহ আরও ২০টি দেশ থেকে চার লাখ মানুষ ডিজিটাল গণসাক্ষর অভিযানের মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছেন। আরেকটি আবেদন পত্রে দেশ বিদেশের ১৬০০ জন শিক্ষিত ও জ্ঞানী গুণী নাগরিক স্বাক্ষর করে এই মর্মে দাবি জানিয়েছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বুদ্ধিজীবী সম্পত্তি অধিকারের প্রদত্ত নিয়মগুলো শিথিল করতে হবে, মানবিকতার খাতিরে আন্তর্জাতিক ওষুধ উৎপাদনকারী ও টিকা নির্মাণকারী কোম্পানিগুলোর অন্যান্য উৎপাদনকারীদের কাছে প্রযুক্তি হস্তান্তর সহ পেটেন্ট মুক্ত ওষুধের অধিকার স্বেচ্ছাপ্রণোদিত ভাবে প্রদান করতে হবে। ওষুধ ও টিকা তৈরির অধিকার, প্রয়োজনীয় প্রযুক্তি ও কাঁচামালের পর্যাপ্ততার জন্য পেটেন্টধারী কোম্পানিগুলো ছাড়াও বাকি সব ওষুধ নির্মাতাদের সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এধরনের উৎপাদন কারীদের উৎসাহিত করা হবে।
করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই এবং সারা বিশ্বে ওষুধ ও টিকা পর্যাপ্ত আছে কি না তা নিশ্চিত করতে সমস্ত দেশপ্রেমিক জনগণ, বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে এবং এর পাশাপাশি এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে মঞ্চের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।