NE UpdatesHappeningsBreaking News
কোবিন্দের কাজিরাঙা সফরে বাঘের টাকা খরচ!
ওয়েটুবরাক, ২৫ মার্চ: কাজিরাঙায় ব্যাঘ্র প্রকল্পের জন্য বরাদ্দ টাকা রাষ্ট্রপতির সফরের জন্য খরচ করে কাঠগড়ায় কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কাজিরাঙা হস্তী মহোৎসবে উপলক্ষে এপ্রিলের প্রথমেই কাজিরাঙায় আসছেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগেই আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরকে ঘিরে বিতর্কের মুখে বন দফতর। পরিবেশ কর্মী রোহিত চৌধুরী তথ্য অধিকার সংক্রান্ত আইনের অধীনে কোবিন্দের সফরে হওয়া খরচের হিসেব জানতে চেয়েছিলেন। সরকারের তরফে তিনি জবাব পান, গত বছর ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির সফরের জন্য ১ কোটি ১২ লক্ষ, ৬০ হাজার, ৩৯৮ টাকা কাজিরাঙা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ টাকা থেকে খরচ করা হয়েছিল। আরও ৫১,৫৫,৯২৭ টাকা খরচ হয় অন্য তহবিল থেকে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে অভিযোগপত্র পাঠিয়ে রোহিত বলেন, অসম টাইগার কনজ়ারভেশন ফাউন্ডেশন রুলস্ ও বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত আইনে বলা আছে বাঘ সংরক্ষণের জন্য বরাদ্দ টাকা অন্য কোনও খাতে খরচ করা যাবে না। কিন্তু কাজিরাঙা কর্তৃপক্ষ এনটিসিএ ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই টাকা রাষ্ট্রপতির সফরে খরচ করে আইন ভেঙেছে। উদ্যান অধিকর্তা যতীন্দ্র শর্মা জানান, বিষয়টি তদন্তাধীন, তাই এখন মন্তব্য করা যাবে না।