India & World UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখন আর রাজ্য সরকার হাতে পাবে না, থাকবে রিজার্ভ ব্যাঙ্কে
ওয়েটুবরাক, ১৪ আগস্ট : এত দিন কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যগুলি হাতে সরাসরি হাতে পেয়ে যেত। তা জমা থাকত বাণিজ্যিক ব্যাঙ্কে বা রাজ্য সরকারের বিভিন্ন দফতরের খোলা প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে। কিন্তু এখন বদলে যেতে চলেছে সেই পদ্ধতি। নতুন নিয়মে এই সব প্রকল্পের টাকা রাখা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে। যখন প্রয়োজন, তখনই তা পাওয়া যাবে ঠিকই। কিন্তু আগের মতো তা আর অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না। প্রকল্পের প্রতিটি পর্বের জন্য হিসাব বুঝিয়ে দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে তা চাইতে হবে। শুধু পুরোদস্তুর কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পে নয়, অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পেও (যেখানে কেন্দ্র-রাজ্যের যৌথ অংশীদারি) এই ব্যবস্থা চালু হতে চলেছে।