Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় অধিবেশনে আট বিশিষ্ট ব্যক্তিত্বকে সন্মাননা দেবে বরাকবঙ্গ
February 28, 2022
ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি : আগামী ১১ , ১২ ও ১৩ মার্চ শিলচরে অনুষ্ঠেয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৯তম দ্বিবার্ষিক অধিবেশনে উপত্যকার সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রের আটজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হচ্ছে । নিজ নিজ ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতি।
অধিবেশনে বরাকবঙ্গের তরফে সম্মাননা প্রদান করা হবে সাহিত্যের বিশিষ্ট গবেষক অমলেন্দু ভট্টাচার্য, প্রবীণ কবি-গল্পকার মোজাম্মিল আলী লস্কর, লোকসংগ্রাহক অরুণ কুমার দাস , প্রবীণ চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ কুমারকান্তি দাস, বিশিষ্ট সংগঠক চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, প্রবীণ শিক্ষাব্রতী সুশান্ত কুমার পাল, লোকসঙ্গীত ও কীর্তনের প্রবীণ শিল্পী হরকান্ত নাথ ভৌমিক এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের প্রবীণ কবি বরুণকুমার সিংহ। আগামী ১৩ মার্চ রবিবার অধিবেশনের প্রকাশ্যে অধিবেশনে এদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে ।
বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত রবিবার জানিয়েছেন, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে সম্মাননাগুলো প্রদান করা হয়। সে অনুসারে ভুবনেশ্বর বাচস্পতি স্মৃতি সম্মাননা পাবেন অমলেন্দু ভট্টাচার্য, প্রেমেন্দ্রমোহন গোস্বামী স্মৃতি ভাষা আকাদেমি সম্মাননা পাবেন মোজাম্মিল আলী লস্কর, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি স্মৃতি সম্মাননা দেওয়া হবে অরুণ কুমার দাসকে, অন্যান্য ভাষাভাষীর জন্য নির্দিষ্ট অনুরূপা বিশ্বাস স্মৃতি সম্মাননা পাবেন বরুণ কুমার সিংহ, শক্তিপদ ব্রহ্মচারী স্মৃতি সম্মাননা দেওয়া হবে চন্দ্রজ্যোতি ভট্টাচার্যকে, সুজিৎ চৌধুরী স্মৃতি সম্মাননা পাবেন সুশান্ত কুমার পাল, হুরমত আলী বড়লস্কর স্মৃতি সম্মাননা দেওয়া হবে হরকান্ত নাথ ভৌমিককে। উপত্যকার বিশিষ্ট জননেতা মহীতোষ পুরকায়স্থের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মানে সম্মানিত হবেন ডাঃ কুমার কান্তি দাস।
ইতিমধ্যে বরাকবঙ্গের ২৯ তম দ্বিবার্ষিক অধিবেশনকে সফল করে তুলতে জোর প্রস্তুতি চলছে। আগামী ১১ মার্চ বিকেল তিনটায় শিলচর বঙ্গভবনের ভাষাশহিদ মঞ্চে তিনদিনের এই কেন্দ্রীয় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাহিত্য একাডেমীর প্রাক্তন পূর্বাঞ্চলীয় প্রধান ও সুলেখক রামকুমার মুখোপাধ্যায়। অধিবেশনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা সমাজতাত্ত্বিক ও লেখক বাণীপ্রসন্ন মিশ্র । সম্মানিত অতিথি বিজ্ঞানের সুলেখক, বিজ্ঞানী বিমান নাথ। তিনদিনের ঠাসা কর্মসূচির এই অধিবেশন সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৈমুর রাজা চৌধুরীকে সভাপতি ও জয়ন্ত দেবরায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কুড়িটি উপসমিতি নিয়ে এক অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। তিনদিনের এই অধিবেশন বঙ্গভবন ও ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে।