Barak UpdatesHappeningsBreaking News
কুষ্ঠ রোগ নিরাময়ে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের অভিযান
ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: কুষ্ঠ রোগ প্রতিরোধ ও এর নিরাময়ে পদক্ষেপ গ্রহণ করল কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ নিয়ে জেলায় এক বিশেষ অভিযান শুরু হবে। ভারত সরকারের কুষ্ঠরোগ নির্মূলিকরণ কর্মসূচির অধীনে এই অভিযানের অঙ্গ হিসেবে আশাকর্মী সহ তৃণমূল স্তরের কর্মীরা ঘরে ঘরে গিয়ে কু্ষ্ঠরোগের সন্দেহজনক লক্ষণসমূহ পরীক্ষা করে খণ্ড এবং জেলা পর্যায়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবেন। গত সোমবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার প্রতিটা স্বাস্থ্যখণ্ড ও অন্যান্য হাসপাতালগুলির চিকিৎসক আধিকারিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় অভিযানের বিষয়বস্তু পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেলার জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ ইব্রাহিম আলি ও জেলার কুষ্ঠরোগ নির্মূলিকরণের জেলা নোডাল অফিসার ডাঃ সন্দীপ রায়। তাদের উপস্থাপনের পর জেলার অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা সুলতানা ও জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণের নির্দেশে অভিযানের রূপরেখা প্রস্তুত করা হয় এবং সংশ্লিষ্টদের অভিযান সফল করে তোলার নির্দেশ দেয়া হয়। এতে জেলার সাধারণ জনগণেরও সহযোগিতা কামনা করা হয়।