NE UpdatesHappeningsBreaking News
কুমারঘাটের রথ দুর্ঘটনায় শিলচরে শোক, নীরবতা পালন
ওয়েটুবরাক, ২৯ জুন : ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালো ‘জয় রাধে সেবা সমিতি’ এবং ‘শ্যাম সুন্দর জিউ পরিচালনা কমিটি’। রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পুণ্যার্থীদের আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার শিলচর শ্যামসুন্দর আখড়া প্রাঙ্গণে রথের সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়l এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিশিষ্ট স্নায়ু চিকিৎসক ডা সম্বুদ্ধ ধর, আখড়া পরিচালন সমিতির সম্পাদক বুদ্ধদেব দাস প্রমুখ।
এদিন জয় রাধে সেবা সমিতির তরফে জয়দীপ চক্রবর্তী বলেন, যে ঘটনা বুধবার সংগঠিত হয়েছে ত্রিপুরার কুমারঘাটে, তা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে। রথে লৌহসামগ্রী বা ধাতব কিছু ব্যবহার না করে পুরনো দিনের মতো কাঠ দিয়ে রথ নির্মাণ করার অনুরোধ জানান। ভবিষ্যতে রথযাত্রার আয়োজক কমিটিগুলি যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। এছাড়া ছোট ছোট শহরগুলিতে হাই টেনশন বিদ্যুৎ পরিবাহী লাইন সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া হয় না। এই কারণেই বিদ্যুৎ পরিবাহী লাইনগুলো দিনকয়েক পরপর দুর্ঘটনা ঘটায়।
সেবা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন পান্না সূত্রধর, দেবলীনা পাটোয়া, মৌসুমী অধিকারী, সুনয়না পাল, গৌরব চন্দ, ঋষভ পুরকায়স্থ, বৈভব চক্রবর্তী, সুবীর ধর প্রমুখ৷