Barak UpdatesHappeningsCultureBreaking News
কিস্তিমাত: সদস্যপত্র সংগ্রহের আহ্বান

ওয়েটুবরাক, ১১ এপ্রিল : আগামী ২০ এপ্রিল রবিবার শিলচর বঙ্গভবনে ভাবীকাল থিয়েটার গ্রুপ এবং আজকের প্রজন্ম থিয়েটার-এর যৌথ উদ্যোগে পরিবেশিত হচ্ছে পূর্ণাঙ্গ নাটক ‘কিস্তিমাত’। এই নাটকটির জন্য দর্শকদের সদস্যপত্র সংগ্রহ করতে হবে।
সরাসরি সদস্যপত্র সংগ্রহ করতে পাওয়া যাচ্ছে হাসপাতাল রোড, দেশবন্ধু রোডের মুখে থাকা ‘মেজদা ইলেকট্রনিকস’ অথবা প্রেমতলা মোড়ে থাকা ছাপাখানা ‘ইমপ্রিন্ট’-এ।
নাটকের দিন সকাল থেকে নাটক শুরু হওয়া পর্যন্ত বঙ্গভবনে অনলাইন কাউন্টার খোলা থাকবে। সামান্য সংখ্যক সদস্যপত্র বঙ্গভবন প্রেক্ষাগৃহেও পাওয়া যাবে।
পেশাদারী ভিত্তিতে এরকম নাটক সম্ভবত শিলচরে এই প্রথম। এদিক থেকে এই প্রযোজনাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দর্শকেরাই থিয়েটারের প্রেরণা উৎস, ভাবীকাল থিয়েটার গ্রুপের পক্ষ থেকে তাই উপত্যকার নাট্যমোদি দর্শকদের এই নাটকটি উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। নাটক শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
প্রসঙ্গত, এই নাটকের দুটিই চরিত্র। অভিনয় করছেন গণসুরের সুব্রত রায় ও ভাবীকালের শান্তনু পাল। নির্দেশনায় সায়ন বিশ্বাস।