NE UpdatesHappeningsBreaking News
কিশোরীকে নগ্ন করে ছবি, চিরতরে চাকরি খোয়ালেন ওসি
ওয়েটুবরাক, ৩০ জুন: নলবাড়ি জেলায় ঘগ্রাপার থানায় কিশোরীকে নগ্ন করে ছবি তোলার অভিযোগে ওসি বিমান রায়কে রিজার্ভ ক্লোজ ও সাসপেন্ড করার পরে চাকরি থেকে একেবারে বরখাস্তই করা হলো৷ ওসি এখনও পলাতক। শুক্রবার ডিজিপি জিপি সিংহ নলবাড়ি যান। সেখান থেকেই টুইটে ইন্সপেক্টর বিমান রায়কে বরখাস্ত করার কথা জানান৷ তিনি লেখেন, “পুলিশ অকাদেমিতে ঢোকার পরে বারবার শেখানো হয়েছিল থানা হল সব পুলিশকর্মীর মন্দির এবং তা হল নাগরিকদের পরম নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু নলবাড়ির ঘটনায় আমি মর্মাহত। একজন ইনস্পেক্টরের কুকর্ম গোটা বিভাগের মাথা হেঁট করেছে।”
তিনি বলেন, “প্রাথমিক তদন্তের পরে নিশ্চিত হয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। তাই ওই ইনস্পেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এই সাজা যেন সব পুলিশকর্মীর কাছে কড়া বার্তা বহন করে। সব পুলিশকর্মীকে হুঁশিয়ার করছি, থানার পবিত্রতা বজায় রাখতে হবে। বিশেষ করে থানা হল মহিলা ও শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। তাদের ক্ষেত্রে কর্তব্যচ্যুত হলে একই ধরণের সাজা মিলবে।”
২১ জুন রাতে এক যুবক ও ওই ১৭ বছরের কিশোরীকে ঘগ্রাপার থানায় আটক করা হয়েছিল। কিশোরীর অভিযোগ, রাতে তাকে নগ্ন করে মোবাইলে ছবি তোলেন ওসি বিমান রায়। ওই দিন থানায় কর্তব্যরত এসআইকেও সাসপেন্ড করা হয়েছে। পলাতক ওসির খবর দিলে পুরস্কার ঘোষণা করেছেন ডিজিপি।
২০১৭ সালে বকো থানা থেকে বাজেয়াপ্ত ট্রাক ছেড়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছিলেন তৎকালীন ওসি বিমান রায়৷