India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে সংঘর্ষ, হত ৩ জঙ্গি
৩০ আগস্ট: রাতভর গুলির লড়াইয়ে কাশ্মীরে তিন সন্ত্রাসবাদীকে নিকেশ করল সেনাবাহিনী। শহিদ হয়েছেন এক পুলিশ আধিকারিকও। জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযান ছিল এটি। কমান্ডার সহ লস্কর-এ-তৈয়বার তিন জঙ্গি মারা পড়ে অভিযানে। অপ্রত্যাশিতভাবেই হারাতে হয় স্পেশ্যাল অপারেশন গ্রুপের সাহসী অফিসার এএসআই বাবুরামকে।
ডিজিপি আরও জানান, ঘটনার সূত্রপাত হয় শনিবার সন্ধে নাগাদ। ওই সময় একটি বাইক করে এসে পান্থা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলি চালিয়ে সিআরপিএফ জওয়ানের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিতে চায় তিন জঙ্গি। সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করে সিআরপিএফও। সেনার জবাবের সামনে টিকে থাকতে না পেরে পালিয়ে যায় তিন সন্ত্রাসী। তখন পিছু ধাওয়া করে নাছোড় সিআরপিএফও। কোনও রাস্তা না পেয়ে স্থানীয় ধোবি মহল্লায় ঢুকে পড়ে জঙ্গিরা। পরে পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে পুলিশ-সিআরপিএফ। সন্ত্রাসীদের সঠিক অবস্থান জানার পর শুরু হয় এনকাউন্টার অভিযান। রবিবার সকাল পর্যন্ত ঢের হয়ে যায় তিন লস্কর জঙ্গি।